সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক বলে জাানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঘোষিত নতুন তফসিলে আমাদের কোন আপত্তি নেই।
সোমবার আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্তকে ধন্যবাদ জানাচ্ছি। এ সিদ্ধান্ত ইতিবাচক। আওয়ামী লীগ পুরোনো তারিখের মধ্যেই দলীয় মনোনয়ন শেষ করবে। তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসত বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক ড. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেল প্রমুখ।
উল্লেখ্য, আজ সকালে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বরের (রবিবার) পরিবর্তে ৩০ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
Discussion about this post