বিশেষ প্রতিবেদক: আগামী ২২মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভুমিহীনদের জন্য ঘর উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।
সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ ভার্চুয়ালী যুক্ত হয়ে টাঙ্গাইল জেলার ১০টি উপজেলার ২৩৮টি নব-নির্মিত ঘর উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলার মধুপুর, ধনবাড়ী ও দেলদুয়ার উপজেলাকে গৃহহীন ও ভুমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করবেন।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ওলিউজ্জান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবুল হাসেমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post