কারকনিউজ ডেস্ক : রাজধানীতে বারিধারার জে-বক্লে যমুনা ব্যাংকের এটিএম বুথের ভেতর থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে নিরাপত্তাকর্মী শামীমের (২৫) লাশ উদ্ধার করা হয়। ভাটারা থানার ওসি (তদন্ত) মো. শিহাব উদ্দিন বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, যমুনা ব্যাংকের এটিএম বুথ থেকে শামীমের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শামীমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই চলছে।
Discussion about this post