স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে দিনব্যাপী অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সেলিম আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান প্রমুখ। এ ছাড়া ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পরে বার্ষিক পরীক্ষায় সকল শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
Discussion about this post