কারকনিউজ ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ার কাটাকোলয়ে বালু বোঝাই ট্রাক শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।
রোববার বিকেলে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী গ্রামের খাইরুল ইসলামের ছেলে খালেদ হোসেন, খালেদের স্ত্রী সোনিয়া ও তাদের সন্তান তাসিফ আহমেদ ওরফে তাফসির।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বিকাল ৪টার দিকে মোটরসাইকেল যোগে পারিবারিক অনুষ্ঠান শেষে বনাটোরে বাগাতিপাড়ার কইতোরপাড়া থেকে খালেদ হোসেন নামে এক মোটর সাইকেল আরোহী তার স্ত্রী ও সন্তানসহ তার বাড়ি রাজশাহীর বাঢ়ার আড়ানী ফিরছিলেন। পথে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের কাটাকোল এলাকায় বিপরীত থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনান্থলেই শিশুসহ তিনজন নিহত হয়।
এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় চালক ও হেলপার।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়না তদন্তের ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলছি। ট্রাক আটক করা হয়েছে।
Discussion about this post