কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজের উদ্যোগে টাঙ্গাইল-২ (গোপালপুর ও ভূয়াপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিকে সংবর্ধনা দিয়েছে গোপালপুর সরকারি কলেজ। এ সময় তিনি কলেজের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেন।
আজ রবিবার (২০ জানুয়ারি) সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ার ইসলাম আকন্দ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ছোট মনি, টাংগাইল জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ও নবনির্বাচিত এমপি ছোট মনির পিতা এডভোকেট আব্দুল গফুর, জেলা বাসকোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, গোপালপুর থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইন্জিনিয়ার গিয়াস উদ্দিন, জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি মির্জা মাসুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল, গোপালপুর বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুন্জুরুল হক ফরিদ প্রমুখ।
গোপালপুর কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
তরুণ সংসদ সদস্যকে সংবর্ধনা শেষে নবীন বরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ঢাকা থেকে আগত বাংলাদেশ টেলিভিশনের শিল্পীরা নাচে-গানে মুখরিত করে তোলে পুরো কলেজ মাঠ।
Discussion about this post