কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে বীজ সংরক্ষনের জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে ড্রাম বিতরণ করা হয়েছে।
রোববার ২০ জানুয়ারি সকালে উপজেলা কৃষি অফিসে ১০ জন কৃষকের মাঝে এই ড্রামগুলো বিতরণ করা হয়।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের ফেজ-টু প্রকল্পের আওতায় সরিষা কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ হিসেবে বীজ সংরক্ষণের জন্য ড্রাম বিতরণ করা হয়। এতে কৃষকরা দীর্ঘ সময় গুণগত মান বজায় রেখে বীজ সংরক্ষণ করতে পারবে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, কৃষকরা যাতে ড্রামে বীজ সংরক্ষণ করে রেখে পরবর্তীতে নিজের চাহিদা পূরণ করে বাকিগুলো অন্যের কাছে বিক্রি করতে পারে এই লক্ষ্যে তাদের মাঝে সরকারিভাবে ড্রামগুলো বিতরণ করা হয়েছে।
এর আগে কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক ও বীজ সংরক্ষণের পাত্র বিতরণ করা হয়।
Discussion about this post