নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : রবিবার সকালে উপজেলা প্রানিসম্পদ দপ্তরের প্রশিক্ষন হলে টাঙ্গাইলের নাগরপুর আশা এনজিও নাগরপুর অঞ্চলের উদ্যোগে যুব/যুবাদের ক্ষুদ্র উদ্যোগক্তায় উন্নিত করার লক্ষে ক্ষুদ্র উদ্যোগক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপি গবাদী পশু মোটাতাজা করনের উপর ২০ জন যুব/যুবা কে প্রশিক্ষন প্রদান করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন এবং উপসহকারী প্ররিসম্পদ কর্মকর্তা মো. লিয়াকত হোসেন।
আশা নাগরপুর অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রানিসম্পদ নাগরপুরের সহযোগীতায় প্রশিক্ষনার্থীদের দুপুরের খাবার সন্মানী প্রদান করেন মো. মুজিবুর রহমান আঞ্চলিক ব্যবস্থাপক আশা নাগরপুর ও মো. বিল্লাল হোসেন ব্রাঞ্চ ম্যানেজার আশা নাগরপুর।
এ সময় প্রানি সম্পদ দপ্তরের ও আশা নাগরপুর শাখার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post