একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে ফেনী-১ আসন থেকে নির্বাচন করতে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যদিয়ে বিএনপির মনোনয়নপত্র বেচা-কেনা শুরু হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফখরুল দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে খালেদার জন্য মনোনয়নপত্র কেনেন। এ সময় তার সাথে ছিলেন আব্দুল আউয়াল মিন্টু।
গতকাল জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের যাওয়ার ঘোষণার দেওয়ার পরই বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এদিকে, মনোনয়ন ফরম বিক্রি উপলক্ষে সোমবার সকাল থেকেই নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের ভিড় দেখা গেছে।
তিনি বলেন, ‘আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং মঙ্গলবার একই সময়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করা হবে। সেই সাথে ১৩ নভেম্বর এবং ১৪ নভেম্বরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা এবং জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা।’
এ ছাড়া গতকাল রোববার ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার দেওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়।
Discussion about this post