কারকনিউজ ডেস্ক : মুন্সিগঞ্জ ও চাঁদপুরের সীমানাধীন মেঘনা নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২০ জানুয়ারি) সকালে মুন্সিগঞ্জের গজারিয়া প্রান্তের মেঘনা নদীতে একটি ও চাঁদপুরের মতলব থানাধীন ষাটনল এলাকার মেঘনা নদী থেকে দুপুর পৌনে ১২টায় আরেকটি মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল।
নারায়ণগঞ্জ জোনের ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ট্রলারের নিখোঁজ শ্রমিকদের কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গত বুধবার ভোর ৪টার দিকে প্রায় ৩৪ জন শ্রমিক নিয়ে মাটিবোঝাই ওই ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় ১৪ শ্রমিক সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন আরও ২০ শ্রমিক।
Discussion about this post