নাটোরের লালপুরে পৌরসভার কাউন্সিলর জামিলুর রহমানকে (৩৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বিরোপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জামিলুর রহমান ওই গ্রামের কামরুজ্জামানের ছেলে। তিনি গোপালপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর।
পুলিশ ও স্থানীরা জানায়, বেলা পৌনে ১ টার দিকে জমিরুল তার বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বিরোপাড়া মোড়ে দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Discussion about this post