কারকনিউজ ডেস্ক : রাজধানীর মালিবাগে সড়ক দুর্ঘটনায় মেডিকেল কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। নিহত আফসানা ইলিয়াস ইতি আনোয়ার খান মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন।
শনিবার (১৯ জানুয়ারি) রাত পৌঁনে আটটার দিকে এ ঘটনা ঘটে। তিনি আনোয়ার খান মেডিকেল কলেজের ০৭ ব্যাচের ছাত্রী ছিলেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইতি রাজধানীর মালিবাগে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পড়েন। এসময় স্থানীয়রা তাকে খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরে, সেখান থেকে ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।
Discussion about this post