স্পোর্টস ডেস্ক : লা লিগায় সেভিয়ার বিপক্ষে দারুন এক জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ২-০ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল দুটি করেছেন ক্যাসেমিরো ও লুকা মদ্রিচ। শনিবার(১৯জানুয়ারি) রাতে ২-০ গোলে জিতে তিন নম্বরে উঠেছে সান্তিয়াগো সোলারির দল।
ম্যাচের প্রথমার্ধে দুই দল আক্রমণ করলেও কেউই গোলের দেখা পায়নি।তার উপর ৬৭তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় রিয়াল। স্প্যানিশ মিডফিল্ডার দানি সেবাবায়েসের দূরপাল্লার শট ক্রসবারে ফিরে আসলে গোলবঞ্চিত হয় রিয়াল।
বিরতির পর প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। ৫৮ মিনিটে করিম বেনজিমার পাস থেকে ড্যানি কেবায়োস শট নেন লক্ষ্যে। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হয়। ৬৭ মিনিটে তার শট ক্রসবারে লাগলে আবারও হতাশ হন কেবায়োস।
অবশেষে ৭৮ তম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। অনেক দূর থেকে উঁচু করে নেওয়া জোরালো শটে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। এরপর যোগ করা সময়ে গোল করে জয় নিশ্চিত করেন লুকা মদ্রিচ।প্রতিপক্ষের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলটি করেন গত বছরের ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর জয়ী ক্রোয়াট এই মিডফিল্ডার।
এই জয়ে ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সেভিয়াকে টপকে তিন নম্বরে রিয়াল। চার নম্বরে নেমে যাওয়া সেভিয়ার পয়েন্ট ৩৩। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৯ ম্যাচে ৪৩। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা (৪৩) তাদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্টে দ্বিতীয় স্থানে অ্যাতলেতিকো মাদ্রিদ।
Discussion about this post