আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোংউইর স্ত্রী গ্রেস মেং ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদন করেছেন।
গ্রেস এর আইনজীবী শুক্রবার একথা জানান।
গ্রেস মেং সাত বছর বয়সী দুই যমজ সন্তানকে নিয়ে ফ্রান্সে ইন্টারপোলের সদরদপ্তর লিঁও- তে আছেন। আর স্বামী মেং হোংউই গতবছর ২৫ সেপ্টেম্বর লিঁও থেকে চীনে গিয়ে আটক হওয়ার পর থেকে তার আর কোনো খবর নেই। ফ্রান্স ঘটনাটি তদন্ত করছে।
এদিকে চীন জানিয়েছে মেং এর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত চলছে। মেং এর স্ত্রী ও সন্তানরা প্রাণনাশের হুমকি পাওয়ার কারণে তাদের পুলিশ প্রহরায় রাখা হয়েছে।
গ্রেস মেং এর উদ্ধৃতি দিয়ে শুক্রবার ফ্রান্সের গণমাধ্যমে বলা হয়েছে, লিঁও তে সম্প্রতি কয়েক সপ্তাহে আগন্তুকরা তাকে অনুসরণ করেছে। তিনি সন্দেহজনক ফোন কল পেয়েছেন। অদ্ভুত কতকগুলো লোক তার গাড়ির নম্বর প্লেটের ছবিও তুলেছে।
Discussion about this post