কারকনিউজ ডেস্ক : শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘তোমরা মাদক থেকে সবসময় দূরে থাকবে। মাদকের ‘ম’ পর্যন্ত উচ্চারণ করবে না। তোমরা নিশ্চয়ই ঐশীর কথা মনে রেখেছো। মাদক কত ভয়াবহ হতে পারে।’
শনিবার (১৯ জানুয়ারি) তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গি দমন করতে আমরা সফল হয়েছি। মাদক নির্মূল করতেও সফল হতে হবে। এখন মাদক নির্মূল করাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন।’
তিনি বলেন, ‘আমরা যেভাবে জঙ্গি দমন করেছি ঠিক সেভাবে মাদক নির্মূল করবো। এটাই এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা কোনও ক্রমেই তরুণ প্রজন্ম ও মেধাকে হারিয়ে যেতে দেব না। মেধা বেঁচে রাখতেই যেকোনো মূল্যে মাদক দমন করতে হবে।’
অন্যদিকে নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা একটি প্রশ্ন উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক সুন্দর ও স্বাভাবিক রয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা সব সময় থাকবেই। যেগুলো নিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যেই অপরাধ করুক না কেন, সে যে দলেরই হোক তাকে তার জন্য কঠোর শাস্তি পেতে হবে।’
Discussion about this post