কারকনিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৫ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী বাসের সিলেট যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ১৫জন আহত হয়। নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
হাইওয়ে পুলিশের ওসি হোসেন সরকার জানান, ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে। ২জন ঘটনাস্থলে মারা যান। আহত ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদের ২ জনকে সিলেট ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
Discussion about this post