কারকনিউজ ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংলাপের নামে নাটক করছে বিএনপি। আলোচনায় থাকার জন্য তারা সংলাপের কথা বলছে।
সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের জনসভা উপলক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রস্তুতি সভায় এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, বিশাল পরাজয়ের পর নিজেদের মুখ রক্ষা এবং রাজনৈতিক আলোচনায় টিকে থাকতেই ঐক্যফ্রন্ট জাতীয় সংলাপের নাটক করছে।
তিনি বলেন, সাম্প্রতিক টিআইবির প্রকাশিত গবেষণা প্রতিবেদনটি মনগড়া তথ্য দিয়ে তৈরি। নির্বাচনে পরাজিতদের অক্সিজেন দেয়ার চেষ্টা করছে টিআইবি। পর্যবেক্ষক না হয়েও পরবর্তীতে তারা যে প্রতিবেদন দিয়েছে তাতে বিএনপি-জামায়াতের বক্তব্যের প্রতিফলন আছে।
Discussion about this post