কারকনিউজ ডেস্ক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার মহাসমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা মহাজোটের মহাবিজয় উদযাপন করার অংশ হিসেবে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে কাল দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও উদ্যানের আশপাশের এলাকা ও পুরো ঢাকা জুড়ে উৎসবের আমেজে গণজোয়ার সৃষ্টি করতে চায় আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।
এই জন্য গত এক সপ্তাহ ধরে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আলাদা ভাবে বর্ধিত সভা করেছে। বর্ধিত সভা করেছে যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গে সহযোগী সংগঠনগুলো।
আগামীকালের সমাবেশকে বর্নিল, নান্দনিক, ও উৎসব মুখর করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সাজানো হয়েছে বর্নিল সাজে। বিভিন্ন স্থানে করা হয়েছে আলো সজ্জা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ব্যানার ফেস্টুন দিয়ে বিভিন্ন সড়কে সাজানো হয়েছে নান্দনিক রূপে। কোথা ও কোথারা শোভা পাচ্ছে সজিব ওয়াজেদ জয়ের ছবিও। সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত বিশাল নৌকা আকৃতির মঞ্চেই ভাষন দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্যানের প্রায় পুরোটা অংশ জুড়ে সাজানো হয়েছে বর্নিল সাজে।
গতকাল বৃহস্পতিবার সকালে মঞ্চ নির্মাণসহ অন্যান্য কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতৃমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এই সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নির্বাচনে যেমন আওয়ামী লীগের পক্ষে বিপুল গণজোয়ার সৃষ্টি হয়েছিল, ১৯ তারিখের সমাবেশেও তেমনই গণজোয়ার সৃষ্টি হবে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, আগামীকালের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে রাজধানী ঢাকা ছাড়াও নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, গাজিপুর, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকেও হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নিবো। এই জন্য এই সকল জেলার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগে ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
রাজধানীর ঢাকার দুই ইউনিট থেকে আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নিবো বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
গতকাল ভোরের ডাককে মুরাদ বলেন, শনিবারের সমাবেশ শুরু একটি রাজনৈতিক সমাবেশ নয়, এই সমাবেশ হচ্ছে সমগ্র জাতির সমাবেশ । তাই এই সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি পুরো ঢাকাবাসী অংশ নেবেন। এই সময় সমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি গ্রহণের কথা জানান তিনি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে আলদা ভাবে বৈঠক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি সমাবেশকে সফল করার জন্য সর্বশক্তি নিয়োগ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহŸান জানিয়েছেন। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগের সঙ্গেও সভা করেছেন ওবায়দুল কাদের।
জানা গেছে, ঢাকা শহরের সকল এমপিই কালকের সমাবেশকে বর্নিল নান্দনিক ও উৎসব মুখর করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এই ব্যাপারে ঢাকা -৫ আসনের আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান মোল্লা ভোরের ডাককে জানিয়েছেন, শনিবারের সমাবেশে আমার নির্বাচনি এলাকা থেকে আমার দলীয় নেতাকর্মীরা ছাড়াও অন্তত পাঁচ হাজারের অধিক সাধারণ মানুষ আমার সঙ্গে বর্নিল সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহীম খলিল মারুফ জানিয়েছেন ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ থেকে যুবলীগের অন্তত পঞ্চাশ হাজার নেতাকর্মীরা বর্নিল সাজে সজ্জিত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের আওয়ামী লীগের সমাবেশে অংশ নেবেন।
Discussion about this post