নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : “প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভূক্তিমূলক উন্নতি” এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনার সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হন।
নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, কৃষি কর্মকর্তা মো. মতিন বিশ্বাস, সহকারি প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, নাগরপুর মহিলা অর্নাস কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শত্তকত হোসেন, সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস, নির্বাচন অফিসার মো. আরশেদ আলী প্রমুখ। এসময় উপজেলা পরিষদে কর্মরত অফিসার ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post