কারকনিউজ ডেস্ক : আশুলিয়ার পোশাক শ্রমিক মাহফুজা আক্তার নাজমা গণধর্ষণ মামলার প্রধান আসামী রিপন মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতে সাভারের বিরুলিয়া এলাকার নির্জন স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়াদি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে গুলি করে হত্যা করা হয়েছে তাকে। তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নয় পুলিশ।
পুলিশ আরো জানান, নিহত রিপন আশুলিয়া পোশাক শ্রমিক নাজমা গণধর্ষণ মামলার প্রধান আসমী। গত ৫ জানুয়ারি গণধর্ষণের পর নাজমা গত ৭ জানুয়ারী আত্নহত্যা করেন।
Discussion about this post