কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ঘাটাইলবাসী। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদের সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, জি.বি.জি সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আঃ রহিম, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
নবনির্বাচিত এমপি আলহাজ্ব আতাউর রহমান খান এ সময় বলেন, আমি অন্যায় কোন আবদার রক্ষা করতে পারবো না। আমি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। ঘাটাইল উপজেলায় কোন সন্ত্রাস ও মাদক থাকবে না। মাদক নির্মূল করতে যা প্রয়োজন তাই করবো, মাদকের পক্ষে কোন সুপারিশ চলবে না।
এ সময় তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন, মাদক নির্মূল করতে গিয়ে নিরাপরাধ ব্যক্তি কেউ যেন হয়রানির শিকার না হন সে দিকে খেয়াল রাখতে হবে।
সে সময় তিনি উন্নয়ন বঞ্চিত এই উপজেলাকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে ঘাটাইলকে একটি আধুনিক উপজেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে ঘাটাইল অফির্সাস ক্লাবের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
মতবিনিময় সভা শেষে তিনি মাসিক সভায় অংশ নেন।
Discussion about this post