বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : আধুনিক প্রযুক্তি দুনিয়া মানুষের চিন্তাকেও এগিয়ে দিয়েছে কয়েক ধাপ। প্রতিদিন নিত্যনতুন প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে চারপাশের জীবন। বাড়ছে নানামাত্রিক সুযোগ-সুবিধা।
এরই ধারাবাহিকতায় ভারতের একদল গবেষক প্রথমবারের মতো প্রস্তুত করেছে চালকবিহীন বাস। এর আগেও বিভিন্ন দেশে চালকবিহীন বাস দেখা গিয়েছিল। সেগুলো মূলত চলে পেট্রোল, ডিজেল, সিএনজি বা বৈদ্যুতিক চার্জে।
তবে ভারতের গবেষকরা যে বাসটি প্রস্তুত করেছে সেটি চলবে জাস্ট সৌর শক্তির মাধ্যমে। গাড়িতে বসানো সোলার প্যানেল থেকে ব্যাটারিতে চার্জ হবে। যে সোলার প্যানেল দুই কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে পারবে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, ভারতের লাভলি প্রফেসনাল ইউনিভার্সিটির ৩০০ জন শিক্ষার্থী ও ৫০ জন ফ্যাকাল্টি সদস্য মিলে তাদের ওয়ার্কশপে এ গাড়ি প্রস্তুত করেছেন।
সৌর শক্তিতে চলা এই বাসটি এবার চার্জ দিলে অন্তত ৭০ কিলোমিটার চলতে পারবে।
প্রকল্প প্রধান মনদ্বীপ সিং এনডিটিভিকে জানিয়েছেন, সোলার প্যানেল থেকে সব সময়ই ব্যাটারি চার্জ হতে থাকবে। বাসটি নিজে থেকেই চারপাশ খেয়াল রেখে সড়কে চলবে।
এই সোলার বাস প্রস্তুত করতে ১৫ লাখ রুপি খরচ হয়েছে। যেটির ওজন ১৫০০ কেজি। বাসটিতে ১৫ জন যাত্রী একসঙ্গে চড়তে পারবেন। আপাতত তারা বাসটিকে ক্যাম্পাসের ভেতরে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরে সেটি সড়কে ছাড়া হবে।
এর আগে ২০১৪ সালে গলফ কোর্টে চলার উপযোগী চালকবিহীন ছোট গাড়ি প্রস্তুত করেছিল ভারত।
Discussion about this post