কারকনিউজ ডেস্ক : রোববার (২০ জানুয়ারি) চার দিনের সফরে ঢাকায় আসছেন কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা’র প্রেসিডেন্ট লি মাই কুয়াং।
এবারই প্রথম কোইকা প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসছেন। এখানে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।
কূটনৈতিক সূত্র জানায়, কোইকা প্রেসিডেন্ট ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও বাংলাদেশে কোরিয়ার সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন। এ ছাড়া সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে কোইকার বিপুল অর্থের বিনিয়োগ রয়েছে।
Discussion about this post