বিনোদন ডেস্ক : খবরে নিজেকে কীভাবে রাখতে হয় তা অভিনেত্রী মোনালিসা বেশ ভালো করেই জানেন। তাই তো দেখুন কবে ‘ঝুমা’ বৌদি ওয়েব সিরিজ শেষ হয়েছে, এখনও এই ঝুমা বৌদি মোনালিসাকে নিয়ে উল্লাস তরুণ প্রজন্মের মধ্যে। আর সেই তরুণদের নিজের নেশাতে কাবু করার জন্য কোনও চেষ্টারই ত্রুটি করছেন না মোনালিসা!
ভাবছেন আবার নতুন কী করল মোনালিসা ?
গল্পোটা হল, ইনস্টাগ্রামে মোনালিসা একটি নতুন ভিডিও আপলোড করেছেন। আর যা কিনা দ্রুত ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, শরীর থেকে ওড়না উড়িয়ে মোনালিস শাহরুখের ‘জিরো’ ছবির টাইটেল ট্র্যাকে নাচছেন। আর সেই নাচেই মত্ত এখন গোটা ইন্টারনেট। লাইকের সংখ্যাও প্রচুর।
Discussion about this post