কারকনিউজ ডেস্ক : জেলার বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন।
নোয়াখালী-ফেনী সড়কের বেগমগঞ্জের বড় পোল এলাকায় বুধবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।
বাসটির আরও অন্তত ১৮ যাত্রী আহত হয়েছেন। হতাহতদের পরিচয় জানা যায়নি।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ আলম মোল্লা জানান, রাতে নোয়াখালীর সোনাপুর থেকে সুগন্ধা সার্ভিসের বাসটি ফেনীর উদ্দেশে যাচ্ছিল। পথে বড় পোল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়।
Discussion about this post