মাছুদ রানা, বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে নিহত ২ আহত ২০।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার এলেঙ্গা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাংড়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি বাস উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় এলাকাবাসী পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় বাসের নিচে চাঁপা পড়ে দুই যাত্রী মারা যায় এবং ২০ জন আহত হয়। পরে আহতের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অপরদিকে নিহত ২জনকে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post