বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : নতুন প্রজন্মের সর্বাধুনিক মাউস বানিয়েছেন ইউটিউবার ইলেকট্রনিক গ্রেনেড। মাউসটি কম্পিউটারের সঙ্গে আগের মতই কাজ করবে। তবে মাউসটি কোনও সাহায্যকারি যন্ত্র ছাড়া নিজেই একটি কম্পিউটার। মাউসটিতে রয়েছে ছোট মনিটর ও কি-বোর্ড। খবর ভার্জ।
এই যন্ত্রটির ওপরের দিকে ১.৫ ইঞ্চি ওলেড পর্দা রাখা হয়েছে। আর টেনে বের করা যাবে ব্লুটুথ কিবোর্ড।
‘কম্পিউটার-মাউসটি’ একটি ৩ডি প্রিন্টেড কেইস-এর মধ্যে বানানো হয়েছে। এর মধ্যে বসানো হয়েছে রাসবেরি পাই জিরো ডাব্লিউ এবং অন্যান্য সেন্সর জানিয়েছে
ইলেকট্রনিক গ্রেনেড।
আকারে সাধারণ মাউসের চেয়ে কিছুটা বড় মাউসটি। কিন্তু কম্পিউটার হিসেবে চিন্তা করলে এটি দারুণ।
কম্পিউটার মাউসটিতে গ্রাহক চাইলে অনেক ছোটখাট কাজই করতে পারবেন। এমনকি মাইনক্রাফট গেইমও খেলা যাবে এতে।
ইলেকট্রনিক গ্রেনেড শীঘ্রই ডিভাইসটির ভিডিও প্রকাশ করেছে। গ্রাহক চাইলে অর্ডার করে ‘কম্পিউটার-মাউস’ বানিয়েও নিতে পারবেন।
Discussion about this post