কারকনিউজ ডেস্ক : কার্যকর বিরোধী দল হিসেবে সংসদে ভেতরের বাইরের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়া জাপার ২২ জন সংসদ সদস্য এবার সংসদে সরকারের গঠনমুলক সমালোচনার পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী সংসদের ভেতরে বাইরে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। সরকারি দলের সদস্য সংখ্য বেশি হওয়ায় বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, জেপি ও বিকল্প ধারাকেও পাশে পেতে চায় জাতীয় পার্টি।
এছাড়া বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত হওয়া ৮ সংসদ সদস্যকে সংসদে যোগ দিয়ে বিরোধী দলের ভূমিকায় পালন করার জন্য আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইগ ও জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ।
তিনি বলেছেন, আমরা যদিও আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচন করেছি, তারপরও যেহেতু আমাদেরকে বিরোধী দলে ঠেলে দেয়া হয়েছে বা আমরা বিরোধী দলে এসেছি, তাই সরকারি দলকে এবার বুঝিয়ে দেবো বিরোধী দল কাকে বলে, কত প্রকার ও কি কি।
রাঙ্গাঁ বলেন, সরকারের মন্ত্রিপরিষদে যেহেতু ১৪ দল বা মহাজোটের কেউ নেই। তাই আমরা মনে করছি অন্যান্য দলগুলোর এমপিরা সংসদে বিরোধী দলের এমপির ভূমিকায় সরব থাকবে। বিশেষ করে আমি চায় বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারাও সংসদে এসে বিরোধী দলের ভূমিকা পালন করুক। যদি এই বিষয়ে তারা আমাদের সঙ্গে কথা বলতে চায়, তাহলে আমরা আলোচনা বসতেও রাজি আছি। আমরা চাই বিএনপি ও ঐক্যফ্রন্ট আমাদের পাশে থেকে সংসদের ভেতরে বাইরে সক্রিয়ভাবে বিরোধী দলের ভূমিকা পালন করুক।
তিনি বলেন, আমরা সবাই মিলে এবার সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করে সরকারের মন্দ কাজের সমালোচনায় সরব থাকব। তারা যদি আমাদের কথা বলতে না দেয়, তাহলে আমরা সংসদ থেকে ওয়াক আউট করব।
জাতীয় পার্টি সংসদে কীভাবে বিরোধী দলের ভূমিকা পালন করবে জানতে চাইলে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ভোরের ডাককে বলেন, এবার আমরা সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করব। দেশ ও জাতি আমাদের কাছে যে ধরনের ভূমিকায় প্রত্যাশা করবে ঠিক আমরা তাই করব। আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলব। কাউকে ছেড়ে কথা বলব না। সরকারের সকল নেতিবাচক কর্মকারে সমালোচনায় আমরা সংসদের ভেতরে বাইরে সরব থাকব।
জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি বসছে একাদশ সংসদের প্রথম অধিবেশন । এই সংসদে প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি। একই সঙ্গে এই বার প্রধান বিরোধী দলীয় নেতার চেয়ারে বসবেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিএনপির অংশগ্রহণ বিহীন নির্বাচনে দশম সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসলেও বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভায় থাকায় জাপাকে দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
এছাড়া প্রধান বিরোধী দলীয় নেতা হিসেবে রওশন এরশাদের ভূমিকাও তেমন কার্যকর ছিল না। তবে এবার তেমনটি হচ্ছে না। সরাসরি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে জাপার ২২ জন সংসদ সদস্য। এছাড়া জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা তার ছোট ভাই দলের কো: চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় উপনেতা ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁকে বিরোধী দলীয় চিফ মনোনিত করা হয়েছে। এবার সংসদে ঐক্যবদ্ধ ভাবে সরকারের সমালোচনায় সরব থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির নির্বাচিত ২২ জন সংসদ সদস্য।
Discussion about this post