মাছুদ রানা, বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)।
টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম (৩০) টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার বাদল মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আজ বুধবার দুপুরে সাইফুল ইসলামকে আদালতের মাঠ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর)-এর ওসি সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রি করার সময় এনায়েতপুর এলাকায় একটি বাড়ির উঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতের মাঠ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।
ডিবি পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম কক্সবাজার থেকে উদ্ধাকৃত ইয়াবাগুলো টাঙ্গাইলে বিক্রির উদ্যোশে এনেছিল বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post