কারকনিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। নূন্যতম লজ্জা থাকলে এই ব্যর্থতার দায় স্বীকার করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত।
বুধবার ( ১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
‘নির্বাচনে কারচুপির কারণে ওবায়দুল কাদেরকে জাতীয় সামনে ক্ষমা চাইতে হবে’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে মহাসচিব ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেনি। যার দল নির্বাচনে ১০টিও আসন পায়নি। বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ। ন্যূনতম লজ্জা থাকলে ব্যর্থতার দায় স্বীকার করে তার ( ফখরুল) পদত্যাগ করা উচিত।’
তিনি বলেন, ‘জনগণ এ অভূতপূর্ব বিজয় যারা প্রত্যাখান করছে তাদের জাতীর কাছে ক্ষমা চাওয়া উচিত। নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হয়েছে। নির্বাচনের দিন বিএনপি-ঐক্যফ্রন্টের কোনো এজেন্ট কি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রতিবাদ করেছে?’
নির্বাচন নিয়ে টিআইবি’র রিপোর্ট প্রসঙ্গে কাদের বলেন, ‘নির্বাচনের দিন টিআইবির কোনো এজেন্ট কি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কথা বলেছে? নির্বাচনের এতদিন পর তারা কেন অলীক, অবিশ্বাস্য রূপকথার গল্প সাজাচ্ছেন তা আমরা জানি। এর জবাব দেশের জনগণই দেবে।’
এর আগে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে ত্যাগী ও রাজপথে সক্রিয়দের অগ্রাধিকার দেয়া হবে। রাজপথের আন্দোলন-সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন মনোনয়নে, তারা অগ্রাধিকার পাবেন।
দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন।
Discussion about this post