কারকনিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সাদাম হুন সেন। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে মুঠোফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে জয় পেয়েছে আওয়ামী লীগ। টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আবারও পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন শেখ হাসিনা।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ।
Discussion about this post