কারকনিউজ ডেস্ক : রাজধানীর আদাবরে সরকার ঘোষিত নতুন বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।
বুধবার (১৬ জানুয়ারী) সকাল ৯টার দিকে আদাবর শম্পা মার্কেটের সামনে লিংকরোডে অবস্থান নেন শ্রমিকরা। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওসার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রমিকরা সুশৃঙ্খল হয়ে শান্তভাবে সড়কে অবস্থান নিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি। সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী তারা তাদের বেতন বাস্তবায়ন চেয়েছে। তারা মালিকের কাছ থেকে আশ্বাস চায়। আমরা মালিককে খবর দিয়েছি।
বেতন কাঠামোতে বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে গত ৬ জানুয়ারি থেকে থেকে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভ নিরসনে গত ৮ জানুয়ারি শ্রম ভবনে পোশাক শ্রমিক-মালিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া পোশাক শ্রমিকদের বেতন কাঠামোতে কোনও বৈষম্য বা অসঙ্গতি থেকে থাকলে চলতি জানুয়ারি মাসের মধ্যেই তা সংশোধন করা হবে।
পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে বিষয়টি সমাধানে পাঁচটি গ্রেডেই মজুরি সমম্বয়ের জন্য শনিবার (১২ জানুয়ারি) নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পোশাক মালিক ও শ্রমিকদের সঙ্গে সচিব কমিটির ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমিকদের সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করেছে সরকার।
Discussion about this post