কারকনিউজ ডেস্ক : কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ ইউনিয়নের বরকামতা গ্রামের ১৫ বছরের জয় চন্দ্র ঘোষ নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারী) দুপুর ১২টায় উপজেলার বরকামতা কালিমন্দিরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নবিয়াবাদ গ্রামের অমর চন্দ্র ঘোষের ছেলে জয় চন্দ্র ঘোষ (১৫) গত ৯ই জানুয়ারী সকাল ১০টায় বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর কোথাও খোঁজাখুজি করে না পাওয়ায় গত ১৪ই জানুয়ারী দেবিদ্বার থানায় জিডি করা হয়েছে। আজ বুধবার সকালে বরকামতা কালি মন্দিরের পাশে জয় চন্দ্রের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে জয় চন্দ্র ঘোষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। মরদেহটি পচেঁ ফুলে গেছে। আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
Discussion about this post