কারকনিউজ ডেস্ক : আশুলিয়ার নিজ ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা স্বামীকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) সকালে আশুলিয়ার কবিরপুর এলাকার মুজিবরের মালিকনাধিন বাড়ির একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম মিনা বেগম। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার মীর হোসেনর মেয়ে। আটক স্বামী আবদুল আলীমের গ্রামের বাড়ি একই জেলার ধনবাড়ি থানায়।
আশুলিয়া থানার এস আই রকিবুল ইসলাম জানান, স্থানীয়দের খবর ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘরের ফ্যানের সঙ্গে ওড়না বাঁধা অবস্থায় ছিলো। কিন্তু মৃতদেহ বিছানার উপর শোয়ানো অবস্থায় উদ্ধার করি। হাতে কিছু আঘাতের চিহৃ রয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু কারন নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্নহত্যা। এদিকে স্বামী আলিমকে আটক করা হচ্ছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে বলে জানাণ তিনি।
Discussion about this post