বিনোদন ডেস্ক : আবারও সিঙ্গেল হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। মঙ্গলবার (১৫ জানুয়ারি) পশ্চিমবঙ্গের আলিপুর জেলা আদালতে কৃষ্ণ ভিরাজের সঙ্গে তার মিউচুয়াল ডিভোর্সের আবেদন মঞ্জুর করেছেন বিচারক রবীন্দ্রনাথ সামন্ত।
শ্রাবন্তীর আইনজীবী অনুনয় বসু জানান, ২০১৬ সালে তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে নিজেদের মধ্যে অমিল ঘটায় ২০১৭ সালে দু’জনের সম্মতিতেই আলিপুর আদালতে ডিভোর্সের মামলা দায়ের হয়। আজ বিচারপতি এই আবেদন মঞ্জুর করেছেন।
এর আগে, ২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রাবন্তীর। তাঁদের একটি পুত্র সন্তানও আছে। কিন্তু, রাজিব একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলে ডিভোর্সের সিদ্ধান্ত নেন শ্রাবন্তী। এরপর বেশ কিছুদিন প্রেম করার পর ২০১৬ সালে কৃষ্ণ ভিরাজকে বিয়ে করেন অভিনেত্রী।
সূত্র: এনাডু ইন্ডিয়া.কম
Discussion about this post