খেলাধুলা ডেস্ক : ইয়াং টাইগার্স অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেটে জিহাদরে অলরাউন্ড নৈপূন্য ময়মনসিংহ জেলা দলকে ১৫৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করলো টাঙ্গাইল জেলা দল। সোমবার মানিকগজ্ঞ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাঙ্গাইল এর পক্ষে মিডিয়াম ফাস্ট বোলার জিহাদ একাই ৯ উইকেট লাভ করে জয়ে মূল ভুমিকা পালন করে।
সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাঙ্গাইল জেলা দল। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৭ রান করে টাঙ্গাইল। টাঙ্গাইলের পক্ষে জিহাদ ৩৬ বলে ৩৩ রান এবং কৌশিক ৪০ বলে ২৬ রান সংগ্রহ করে।
১৯৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা দল টাঙ্গাইলের বোলিং তোপের মুখে পড়ে । টাঙ্গাইল জেলা দলের জিহাদ একাই ময়মনসিংহ জেলা দলের ব্যাটিং লাইনে ধ্বংশ নামিয়ে দেয়। জিহাদ ৯ ওভার বল করে ২টি মেডেন সহ ২২ রানে ৯ উইকেট লাভ করে। এর মধ্যে ৮টি বোল্ড আউট করে জিহাদ। ফলে ময়মনসিংহ জেলা দল মাত্র ১৮ ওভার খেলে ৪১ রানে অলআউট হয়। ময়মনসিংহ দলের ব্যাটস্ ম্যান সাজিদ ই কেবল দুই অংকের কোটায় পৌঁছাতে পেরেছে।
ফলে ১৫৬ রানের বিশাল এই জয় ”ক” গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে টাঙ্গাইল। টাঙ্গাইল জেলা দলের জিহাদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
আগামী ২০ জানুয়ারী মানিকগজ্ঞ জেলা স্টেডিয়ামে” ক” গ্রুপের প্রথম সেমিফাইনালে টাঙ্গাইলের মুখোমুখি হবে মানিকগজ্ঞ জেলা দল।
Discussion about this post