কারকনিউজ ডেস্ক : মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর বিষয়ে হেফাজত ইসলামীর আমীর আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্য প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে নারী শ্রমিক নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক নর-নারীর ফরজ কিন্তু আল্লামা শফী নারীদের পড়াশোনা না করানোর যে নির্দেশ দিয়েছেন তা নিঃসন্দেহে হাদিসবিরোধী বক্তব্য।’
বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশের সরকার দলীয় নেতা মহিলা, বিরোধীদলীয় নেতা মহিলা, হাজার হাজার শ্রমিক-কর্মচারী মহিলা। মহিলারা শিক্ষিত না হলে দেশে উন্নয়নের বাধা হয়ে দাঁড়াবে। এমতাবস্থায় হেফাজতের নেতা আল্লামা শফী নারীদের পড়াশোনা না করার ফতোয়া দিয়েছেন। এটা নিঃসন্দেহে একটি দেশের উন্নয়নের ধারা ব্যাহত করার ফতোয়া। তাই অনতিবিলম্বে আল্লামা শফীকে তার বক্তব্য প্রত্যাহার করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
এ সময় তারা দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও খুনের বিচারেরও দাবি জানান।
শ্রমিক নেত্রী লাভলী আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে শ্রমিক নেতা আবুল হোসেন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post