কারকনিউজ ডেস্ক : এখন থেকে নম্বর ঠিক রেখে মাত্র ৫৮ টাকাতেই অপারেটর বদলানো যাবে। আগে এ ব্যয় ছিল ১৫৮ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অপারেটর বদলের ক্ষেত্রে সিমের ওপর থাকা ১০০ টাকা সম্পূরক শুল্ক তুলে নেয়ায় এখন ৫৮ টাকাতেই অপারেটর বদলানো যাবে।
রবিবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।
এনবিআর এর প্রজ্ঞাপনে বলা হয়, মোবাইল অপারেটর ও এমএনপি সেবাদাতা প্রতিষ্ঠান প্রতি মাসের প্রথম সপ্তাহে কতগুলো নম্বর অপারেটর বদল করেছে, নম্বরের স্থিতি কত দাঁড়াল সে হিসাব বিটিআরসির কাছে বাধ্যতামূলকভাবে জমা দেয়ার শর্তে কর কমানো হলো।
এর আগে গত ১ অক্টোবর থেকে বিটিআরসি এমএনপি সেবা চালু করে। এর মাধ্যমে একজন গ্রাহক গ্রামীণফোন, রবি, বাংলালিংক অথবা টেলিটকের যেকোনো অপারেটরে নম্বর পরিবর্তন ছাড়াই যেতে পারবেন।
Discussion about this post