স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হচ্ছে সিলেটে।দুপুর দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছে খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ।সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি এবং মাছরাঙা চ্যানেল।
ঢাকার বিপিএলের প্রথম পর্বে নিজেদের চার ম্যাচে একটিও জয় পায়নি খুলনা। অন্যদিকে সমান ম্যাচ খেলে রাজশাহীর জয় দুটি।
একটি জয়ই বদলে দিতে পারে দলের পুরো চেহারা- এমনটাই মনে করছেন খুলনার ক্রিকেটাররা। সেই জয়ের দেখা পাওয়ার প্রতীক্ষায় টিম ম্যানেজমেন্ট। সিলেটে প্রথম ম্যাচেই সেই প্রতীক্ষার অবসান ঘটাতে চায় রিয়াদ বাহিনী। এমন প্রত্যয় ব্যক্ত করলেন খুলনার ওপেনার জুনায়েদ সিদ্দিকী, টানা চার ম্যাচ হারলেও সামনে এখনও আট ম্যাচ বাকি। এমন অনেক হয়েছে, পিছিয়ে থেকেও দারুণভাবে ফিরে আসা যায়। দলের মধ্যে সেই বিশ্বাস আছে। এজন্য সেরা ক্রিকেট খেলতে হবে।
দলের বোলিং শক্তি বাড়াতে সিলেটে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন লংকান পেসার লাসিথ মালিঙ্গা। এদিকে ঢাকায় শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে রাজশাহী কিংস। জয়ের ধারা সিলেটেও ধরে রাখতে চায় দলটি।
সন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচের দুটিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে কুমিল্লা।তিনটি ম্যাচের মাত্র একটিতে জয় দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সিলেট সিক্সার্স।
হোম গ্রাউন্ডে ঘুরে দাঁড়াতে চায় সিলেট। ডেভিড ওয়ার্নার, নাসির হোসেন, সাব্বির রহমান, অলক কাপালীদের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে আছে বাড়তি আকর্ষণ। সিলেটের ঘরের ছেলে অলক ঢাকায় খেলার সুযোগ পেলেও এখনও মাঠে নামা হয়নি নাবিল সামাদের। ঘরের মাঠে তাকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।
তবে দলের সঙ্গে নেই গত আসরের অধিনায়ক নাসির হোসেন। তাকে কয়েক দিনের ছুটি দেয়া হয়েছে। ঢাকার পরের পর্বে দলের সঙ্গে যোগ দিতে পারেন নাসির। কাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। আজ থেকে শনিবার পর্যন্ত পাঁচদিন বিপিএল খেলা হবে সিলেটে। বৃহস্পতিবার ছাড়া বাকি চারদিন দুটি করে ম্যাচ হবে।
Discussion about this post