কারকনিউজ ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে সার ডিলারদের ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকমিলা এ অভিযান পরিচালনা করে পাঁচ ডিলারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন।
অর্থদ-প্রাপ্ত ডিলাররা হলেন মেসার্স শাহাজাহান আলী স্বত্বাধিকারী মো. আল-আমিন ফিরোজকে ৩০ হাজার, ছাত্তারকান্দি বাজারের ঘোষ এন্ড সন্সের মালিক বাদল ঘোষকে ২০ হাজার ও বাবুল বাজারের সাব-ডিলার শাহাজাহান আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে সার মজুদ, কৃত্রিম সংকট, গুজব ছড়নো ও ভাউচারে গরমিল দেখেনোসহ নানা অপরাধে এ জরিমানা করে তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম ও থানা পুলিশ সদস্যরা।
Discussion about this post