কারকনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ যদি রোহিঙ্গাদের আশ্রয় দিতে আগ্রহ প্রকাশ করে, তাহলে তাদের বেশি সংখ্যক নেওয়ার জন্য বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির ৫ম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র কিছু সংখ্যক রোহিঙ্গা নিতে চেয়েছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা সে বিষয়গুলো ক্ষতিয়ে দেখছি। তাদের শর্ত কি, কিভাবে নেবে সে বিষয়ে প্রস্তাব এখনও আমাদের কাছে আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। এরকম যদি কেউ আগ্রহ প্রকাশ করে, তাহলে আমরা তাদের বলবো অধিক সংখ্যক নেয়ার জন্য।
Discussion about this post