কারকনিউজ ডেস্ক : নির্বাচনোত্তর রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় সংলাপ নিয়ে সুর পাল্টেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সংলাপ নয়, সব দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে। এখন সংলাপের দাবি হাস্যকর।’
সোমবার (১৪ জানুয়ারি) বিকেল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ জানুয়ারি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে গতকাল রবিবার ওবায়দুল কাদের বলেছিলেন, ‘ঐক্যফ্রন্ট-যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দল গণভবনে আবারও সংলাপের আমন্ত্রণ পাবে।’
তবে ২৪ ঘণ্টার ব্যবধানে সংলাপ ইস্যুতে সুর পাল্টিয়ে শুভেচ্ছা বিনিময়ে বিষয়টি সীমাবদ্ধ করলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে সারা পৃথিবীর কোথাও কোনও সমস্যা নেই। গণতন্ত্রিক বিশ্বে এই নির্বাচন নিয়ে কোনও প্রশ্ন নেই। ঐক্যফ্রন্ট-যুক্তফ্রন্টসহ ৭৫টি রাজনৈতিক দলকে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা জানাতে আমন্ত্রণ জানানো হবে। তবে সংলাপের জন্য নয়।’
এসময় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়ের সাঈদ খোকন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী (এমপি), ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুর সবুরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।
এদিকে সোমবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে ‘সরকারের সঙ্গে পুনরায় সংলাপ’ ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এজেন্ডা না জেনে সংলাপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে না। গতবারের মতো সংলাপ হলে অর্থবহ হবে না। শুধু ডাকলেই হবে না, এজেন্ডা কি আমাদের জানাতে হবে। এজেন্ডা না জেনে সংলাপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে না।’
তিনি বলেন, ‘আমরা অর্থবহ সংলাপ চাই। বর্তমান নির্বাচন বাতিল করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’
Discussion about this post