স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শুরু থেকে খুলনা টাইটানসের হয়ে খেলার কথা ছিল শ্রীলঙ্কার গতি তারকা লাসিথ মালিঙ্গার। তবে নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি। কিন্তু কিছুটা বিলম্বে হলেও সেই মালিঙ্গাকে ডেরায় পেয়েছে মাহমুদউল্লাহরা।
গতকাল রবিবার বিপিএলের ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে। একদিন বিরতি দিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে সিলেট পর্ব। আর সেজন্যই এরই মধ্যে সিলেটে পৌঁছেছেন মালিঙ্গা।
টি-টোয়েন্টিতে বিশেষত ডেথ ওভারে ভীষণ কার্যকরী এই লঙ্কান তারকা। ঝুলিতে অভিজ্ঞতাও অনেক। টি-টোয়েন্টিতে ২৬৪টি ম্যাচ খেলা ৩৫ বছর বয়সী এই পেসারের সংগ্রহে আছে ৩৫৫টি উইকেট।
টানা হারের বৃত্তে অবস্থান করা খুলনার হয়ে মঙ্গলবারই মাঠে নামবেন মালিঙ্গা।
উল্লেখ্য, এখন পর্যন্ত ঢাকায় প্রথম পর্বের মোট ১৪টি ম্যাচ হয়েছে। রংপুর ৫টি আর সিলেট ৩টি ছাড়া প্রত্যেক ৪টি করে ম্যাচ খেলেছে। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করছে খুলনা টাইটান্স।
Discussion about this post