লাইফস্টাইল ডেস্ক : চুল পড়া কমানো ও অকাল পক্কতা রোধে সবচেয়ে ভালো উপকরণ নারিকেল তেল। নারিকেল তেল চুল মসৃণ করে, আগা ফাটা কমায় এবং চুলে উজ্জ্বলতা ফিরিয়ে দিয়ে আরও সুন্দর করে তোলে। সপ্তাহে মাথায় অন্তত একবার তেল দেওয়া জরুরি। চুল বেশি রুক্ষ হলে দুবার তেল লাগানো উচিৎ। তবে ২৪ ঘন্টার বেশি সময় মাথায় তেল রাখলে চুল দুর্বল হতে পারে।
আসুন জেনে নিই তেল থেকে কিভবে ভালো উপকার পাওয়া যায়:
১। তেল ভালো ভাবে কাজ করতে মাথার ত্বক পরিষ্কার থাকা উচিত।
২। তেল কমায় এমন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে শুকিয়ে নিন।
৩। এরপর সেদিন বা তার পরের দিন অর্থাৎ মাথায় ময়লা জমার আগেই তেল মালিশ করুন।
৪। ১০ থেকে ১৫ দিন মাথায় তেল মালিশ করুন। এমনভাবে তেল দেবেন যেন মাথার ত্বকের সর্বত্র তেল লাগে।
৫। তেল ব্যবহারের আগে হালকা গরম করে নিলে আরও ভালো ফলাফল পাওয়া যাবে।
৬। তেল ব্যবহার করে অন্তত তিন ঘণ্টা অপেক্ষা করুন। চাইলে সারা রাতও মাথায় তেল রাখতে পারেন।
তথ্য: রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।
Discussion about this post