কারকনিউজ ডেস্ক : সাভারে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ছয় গ্রেডে বাড়ানোর সিদ্ধান্তের পরদিনই আশুলিয়ার প্রায় ৫০টি কারখানা থেকে শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে গেছেন।
সোমবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিক্ষোভ বা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সড়িয়ে দেয়। আশুলিয়ার প্রায় সব কারখানার সামনে আজ পুলিশ মোতায়েন আছে। পুলিশ, বিজিবি ও র্যাবের একাধিক দল টহল দিচ্ছে।
হা-মীম গ্রুপের সামনে শ্রমিকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পুরো আশুলিয়া এলাকায় আজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি করতে দেখা গেছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
শ্রমিক ও পুলিশ জানায়, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের টানা ৮ম দিনেও সোমবার সকালে কারখানার প্রবেশের পর সাড়ে ৮টার দিকে শ্রমিকরা নরসিংহপুর এলাকার বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কে নেমে আসে। এসময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় আধাঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশ ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়।
এসময় পুলিশ হ্যান্ড মাইকে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, যেসব শ্রমিকরা কাজ করবেন তারা কারখানার প্রবেশ করেন। তবে কাজ না করতে চাইলে বাড়ি চলে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়াও মহাসড়কে বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। এরপর কিছু শ্রমিক কারখানায় প্রবেশ করলে বাকি শ্রমিকরা বাড়ি ফিরে যায়।
পোশাক শ্রমিকদের এক সপ্তাহের আন্দোলনের মুখে গতকাল সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ছয় গ্রেডে ১৫ থেকে ৭৪৭ টাকা বৃদ্ধির মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়। গত ডিসেম্বর থেকে এই কাঠামো কার্যকর হবে। ডিসেম্বরের বেতন হয়ে যাওয়ায় আগামী ফেব্রুয়ারি থেকে বকেয়া বাড়তি বেতন পাবেন শ্রমিকেরা।
Discussion about this post