কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেংজানী নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ বাংলা ড্রেজারের পাইপ ও ভেকু গাড়ি ধ্বংস এবং দুই ব্যক্তিকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবু বকর(৪৫) এবং ঘাটাইল উপজেলার ফরহাদ মিয়ার ছেলে মনির হোসেন(২৪)।
রোববার(১৩ জানুয়ারি) দুপুরে এলেংজানী নদীতে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, এলেংজানী নদী থেকে কতিপয় প্রভাবশালী অবৈধ বাংলা ড্রেজার দিয়ে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ তাদের বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পায়নি।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা আক্তার জানান, এলেংজানী নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ বাংলা ড্রেজারের পাইপ ও ভেকু ধংস এবং দুই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post