আন্তর্জাতিক ডেস্ক : ইরানে একটি কার্গো বিমান বিধ্বস্তে ১৫ জন নিহত হয়েছে। বোয়িং ৭০৭ বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় এতে মোট ১৬ জন আরোহী ছিল। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়।
বেঁচে যাওয়া এক জন যাত্রী বিমানটি ইঞ্জিনিয়ার বলে জানানো হয়েছে। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানটি কিরজিস্তানের বিসকেক থেকে যাত্রা করেছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফাথ বিমানবন্দরের রানওয়েতে নামার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিমানবন্দরের পরিবেষ্টনীতে বিধ্বস্ত হয়।
Discussion about this post