স্টাফ রিপোর্টার : মানুষ কিংবা পশু-পাখির জন্য হাসপাতাল নয়! এবার তৈরী হলো গাছের জন্য হাসপাতাল। এটা শুনতে হাস্যকর মনে হলেও আসলে এটি সত্যিই গাছের হাসপাতাল। এমনি একটি অভিনব হাসপাতাল চালু হলো টাঙ্গাইলের ঘাটাইলে। এ হাসপাতালে মানুষ কিংবা পশুর চিকিৎসা নয়, দেয়া হবে শুধু উদ্ভিদ ও ফসলের চিকিৎসা ।
আজ রবিবার বিকালে ঘাটাইল ক্যান্টরমেন্ট এলাকায় হাসপাতালটির শুভ উদ্বোধন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা মতিন বিশ্বাস , গাছের হাসপাতালের উদ্যোক্তা গনেশ কর্মকার, গাছের হাসপাতালটি উদ্বোধন করেন সদর ইউপি চেয়্যারমান হায়দার হোসেন ।
Discussion about this post