কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. শরিফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পনী কমান্ডার আরাফাত হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান।
এ সময় আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে গৃহিত সিদ্ধান্তের উপর আলোচনা করেন।
Discussion about this post