কারকনিউজ ডেস্ক: নির্বাচনের আগে যেসব দল ও জোট সংলাপে অংশ নিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আবারও গণভবনে সংলাপের জন্য ডাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চার জেলার নেতাদের সঙ্গে এক বৈঠকের আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কাদের বলেন, তাদের আবার চিঠি দিয়ে সংলাপে ডাকবেন প্রধানমন্ত্রী।
তবে কবে নাগাদ এ সংলাপ হতে পারে সে বিষয়টি স্পষ্ট করেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এক প্রশ্নে তিনি বলেন, সংলাপে আসলে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করতে পারি। বিএনপির প্রতি আমাদের অনুরোধটা রিনিউ করতে পারি। বলতে পারি, সংসদে আসুন। সম্পর্কটা রিনিউ করতে পারি।
নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে জামায়াতে ইসলামীর নেতাদের প্রার্থী করা ভুল ছিল বলে কামাল হোসেনের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কাদের বলেন, জামায়াত মানে বিএনপি, বিএনপি মানে জামায়াত। কামাল হোসেন সাহেব জেনেশুনে কেন ভুল করলেন? এই ভুলের খেসারত তাকেই দিতে হবে।
Discussion about this post